Salam Ratul |
আমি, ছালাম রাতুল। [Salam Ratul] আমি খুবই সাধারণ একজন মানুষ। আমি ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের সাথে হাসিমাখা মুখ নিয়ে সরল মনে মিশে যেতে খুবই পছন্দ করি। নিজে কষ্ট পেতে রাজি আছি তবুও কাউকে স্বজ্ঞানে এতটকু মনে ব্যাথা দিতে আমি রাজি নই। প্রচুর নিত্যনতুন জ্ঞান আহরণ করতে আমার অফুরন্ত ভালো লাগে। আমার চরম দূর্বলতা হচ্ছে টেকনোলজির সাথে নিজেকে এগিয়ে নিতে নিজের মনকে শাসন করে নিচক আনন্দকে বিসর্জন দিয়ে প্রযুক্তিপ্রেমি হয়ে বেঁচে থাকতে। মৃত্যুর পুর্ব পর্যন্ত যাতে শিক্ষাগ্রহণ করে নিজেকে ছাএ হিসেবে টিকিয়ে রাখতে পারি এই প্রার্থণা করি মহান আল্লাহর দরবারে। আমীন।